মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য মাস্টার প্যারেড। শুধু আনুষ্ঠানিকতা নয়— শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের এক প্রাণবন্ত প্রদর্শনীতে রূপ নেয় এ আয়োজন।
সকাল থেকেই মাঠে ছিল এক ভিন্ন আবহ। আটটি কন্টিনজেন্টের সুশৃঙ্খল পদচারণা, নিখুঁত কমান্ড এবং সুসজ্জিত বর্ণিল বাদক দলের সুরেলা তাল দর্শনার্থীদের মুগ্ধ করে। পুরো আয়োজন যেন একসঙ্গে দলগত চেতনা, দায়িত্ববোধ ও মনোবলের প্রতিচ্ছবি তুলে ধরে।
মাস্টার প্যারেডের কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ. ন. ম. নিয়ামত উল্লাহ।
পুলিশ সুপার তার বক্তব্যে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, পোশাক-পরিচ্ছদ এবং সার্বিক শৃঙ্খলায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করে তাদের মনোবল বাড়িয়ে দেন এবং দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও জনবান্ধব মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।
এই মাস্টার প্যারেড প্রমাণ করে, জেলা পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের দিক থেকেও সমানভাবে প্রস্তুত। কঠোর অনুশীলন ও সমন্বয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা এ প্রদর্শনী ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে—এমনই প্রত্যাশা সবার।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.