আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ এর পৌরসভার পশ্চিম বান্দুটি এলাকায় ফ্লাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, পুলিশ দরজা ভেঙে তাদের দেহ উদ্ধার করে।
নিহতারা হলেন শেখা আক্তার (২৯), তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৯), এবং মেয়ে সাইফা আক্তার (২)। নিহত শেখার আক্তার প্রবাসী শাহীন আহমেদের স্ত্রী। স্থানীয়দের সূত্র মতে, শাহিন দুই মাস আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া গিয়েছেন। এর আগে তিনি ইজিবাইক চালাতেন।
জানা গেছে, শাহিন আহমেদ ও শেখা আক্তার দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। দু বছর আগে তাদের সংসার হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম এর উপকরণ উদ্ধার করা হয়েছে। বন্ধ তিনি বলেন বন্ধ ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

