Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অ’বরোধ চলছে

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র জনতা আজ বৃহস্পতিবার অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

সকাল ছয়টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা- খাগড়াছড়ি, চট্টগ্রাম- খাগড়াছড়ি, খাগড়াছড়ি- রাঙামাটি ও খাগড়াছড়ি- সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছে। ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ ও স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া ও টেকনিক্যাল স্কুল এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল ও নয় মাইল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে দেয়।

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা ও মানিকছড়িসহ বিভিন্ন এলাকায়ও একইভাবে অবরোধ পালন করা হয়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও অটোরিকশাসহ ছোট আকারের কয়েকটি যানবাহন সীমিত আকারে চলাচল করছে। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটের দিন হলেও তেমন দেখা যায়নি দূরদূরান্ত থেকে আসা পাহাড়ি ক্রেতা-বিক্রেতাদের।

অবরোধ চলাকালে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।

তিনি জানান, মঙ্গলবার রাতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।