হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গণঅধিকার পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতির ব্যাগ থেকে নগদ ৮ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের ৪ সদস্যের বিরুদ্ধে।
নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদ নেতা আলমগীর কবির সিফতি। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় ব্যাটলিয়ন ক্যাম্পে ওই নেতাকে ডেকে ভয়ভীতি ও মামলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদ নেতা আলমগীর কবির সিফতি বলেন, গত বৃহস্পতিবার জমি বিক্রির ৮ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় কানসাট পল্লী বিদ্যুতের সামনে ৪ জন বিজিবি সদস্য আমার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা ব্যাগে কি আছে জানতে চেয়ে, সেটি আমার কাছ থেকে নিয়ে নেয়।
এরপরই বিজিবি সদস্যরা ব্যাগ নিয়ে দুটি মটরসাইকেলযোগে পালিয়ে যায়। আমার ব্যাগে দুটি মোবাইল ছিল ও ব্যাগের ভেতরে টিসু ব্যাগে মোড়ানো ৮টি বান্ডিলে ৮ লাখ টাকা ছিল। এ ঘটনায় পরবর্তীতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
আশা করি, এর ন্যায়বিচার পাব। বিজিবি আমার সাথে অন্যায় করেছে। ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আলমগীরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ব্যাগে ২৪টি মোবাইল পাওয়া গেছে। ব্যাগে কোন প্রকার টাকা পাওয়া যায়নি। এমনকি বিজিবি সদস্যরা তাকেও আটক করতে পারেনি, কারন ব্যাগ ফেলেই তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর বিজিবির বিরুদ্ধে এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.