নবধারা ডেস্ক
ইসলামে মিথ্যা বলা একটি গুরুতর গুনাহ। পবিত্র কোরআন ও হাদিসে বারবার মিথ্যার ভয়াবহতা ও এর শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
সূরা গাফির (৪০:২৮)“নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী কাউকে হিদায়াত দেন না।”
এছাড়া সূরা আন-নাহল (আয়াত ১০৫)-এ আল্লাহ বলেন
“যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, কেবল তারাই মিথ্যা রচনা করে, আর তারাই মিথ্যাবাদী।”
রাসুলুল্লাহ (সা.) হাদিসে ইরশাদ করেছেন—
“মুনাফিকের তিনটি নিদর্শন আছে: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে।” (বুখারি ও মুসলিম)
আরেক হাদিসে নবী করিম (সা.) বলেছেন—
“মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়।” (বুখারি ও মুসলিম)
অতএব মিথ্যা বলা শুধু সামাজিক অবক্ষয়ের কারণই নয়, বরং আল্লাহর কাছে অপছন্দনীয় ও গুনাহের কাজ। একজন প্রকৃত মুসলমানের উচিত সত্যের উপর অটল থাকা এবং মিথ্যা থেকে দূরে থাকা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.