ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে।
একটি সূত্র জানায়, সম্প্রতি অভিনেত্রীর ঢাকায় আসার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে— কিং খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’
সেই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার মনে হয়— তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এ ঘটনার পর সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া।
চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফিরেছেন শাকিব খান। পরে তরুণ নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং-পূর্ববর্তী কাজে অংশ নেন। তবে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির? এ বিষয়ে 'সোলজার' সিনেমার পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সিনেমায় হানিয়া আমির নেই।
‘সোলজার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন শাকিব খান। আর এ সিনেমার পরিচালকও একই কথা জানালেন, তাদের সিনেমায় কোনো পাকিস্তানি নায়িকাকে আপাতত দেখা যাবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.