একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিয় সুনামগঞ্জ ৪ সংসদীয় আসন,জেলাবাসী, দেশ ও প্রবাসী সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা,
শুভ শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শুধু একটি পূজা নয়, এটি আমাদের জাতীয় জীবনে সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল বার্তা বহন করে। দেবী দুর্গা যেমন অশুভ শক্তিকে বিনাশ করে শুভ ও কল্যাণের জয় নিশ্চিত করেছিলেন, তেমনই এই উৎসব আমাদের জীবনে সকল অন্ধকার দূর করে শান্তি, সমৃদ্ধি ও নতুন উদ্দীপনা বয়ে আনুক—এই আমার কামনা।
বাংলাদেশ আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এই উৎসব উদযাপন করার মধ্য দিয়ে আমাদের দেশের এই ঐতিহ্য আরও সুদৃঢ় হয়। আমি বিশ্বাস করি, এই উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের বন্ধনকে আরও শক্তিশালী করবে।
সুনামগঞ্জ সদর – বিশ্বম্ভরপুর সংসদীয় ৪ আসন সহ জেলা ও দেশ এবং প্রবাসে যারা এই উৎসবে মেতে উঠেছেন, তাদের সকলের পূজা যেন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়, সেই শুভ কামনা করি। দুর্গার অপার আশীর্বাদে আপনাদের জীবন ভরে
উঠুক সুখ, শান্তি ও সাফল্যে।
শুভ শারদীয়া!
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ আবিদুল হক আবিদ] (এমপি প্রার্থী)
সুনামগঞ্জ ৪ সদর – বিশ্বম্ভপুর সংসদীয় এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
সদস্য : জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা।