নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স স্তরে ২০২০ সালের পূর্বে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ভিত্তিক অধিভুক্তি ও এমপিওভুক্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ অনার্স বিষয় অধিভুক্তি প্রত্যাশী শিক্ষক সংগঠনের ব্যানারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. মানিক মিয়া (নাঙ্গলকোট কলেজ, কুমিল্লা) এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন (ভূরুঙ্গামারি মহিলা কলেজ)।
এছাড়া উপস্থিত ছিলেন তারিক আজিজ (এসডি ডিগ্রি কলেজ, বিনাইদহ), মো. শাহিন আলম শাহিন (পদ্মা সরকারি কলেজ, রাজশাহী), সুলতান মাহমুদ (ফুলবাড়ী কলেজ, কুড়িগ্রাম), মুনিরা খাতুন (বগুড়া আদর্শ ডিগ্রি কলেজ), সৈয়দ আলমগীর, মাসুদ রানা (ডা. সেকান্দর আলী কলেজ, শেরপুর), ও শাহ জামাল (ইসলামিয়া কলেজ, রাজশাহী) সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অনার্স স্তরের শিক্ষকরা।
বক্তারা বলেন, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কর্তৃক কলেজের অনার্স বিভাগে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে দাবি জানালেও আমাদের বিষয়সমূহ এখনও অধিভুক্ত করা হয়নি। এতে শুধু শিক্ষকরাই নয়, শিক্ষার্থীরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তারা দ্রুত বিষয়ভিত্তিক অনার্স অধিভুক্তি নিশ্চিতকরণ এবং এমপিওভুক্তির দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।