গাইবান্ধা প্রতিনিধি
গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ০২ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হবে। এ উৎসবকে ঘিরে গাইবান্ধা জেলায় র্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
র্যাব জানায়, গাইবান্ধা জেলায় এবার প্রায় ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল।
র্যাব-১৩ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়া সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
র্যাব আরও জানিয়েছে, কোনো দুষ্কৃতিকারী চক্র কর্তৃক হামলা, ভাঙচুর, চুরি বা যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।
প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাব কোম্পানি কমান্ডার মো. আলিচ উদ্দিন, পিজিএম, অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। এই মহোৎসব নির্বিঘ্ন করতে র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.