জামালপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করে জনসভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিল্পপতি সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দেন।
জনসভায় সাদিকুর রহমান শুভ বলেন, “আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন আমি মেলান্দহ-মাদারগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী একটি সমাজ গড়াই আমার লক্ষ্য। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং জনগণের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশের রাজনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের ছত্রছায়ায় কিছু বঙ্গলীগ নেতাকর্মী অপরাজনীতিতে জড়িত। আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় তিনি অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন, অবকাঠামো ও শিক্ষার উন্নয়নসহ মেলান্দহ-মাদারগঞ্জ অঞ্চলের সামগ্রিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন—
মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার ও মিষ্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদল নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল আহম্মেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ ও মুখলেসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ওলামায়ে কেরাম, ব্যবসায়ী, নারীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.