সবার ঐক্য নিয়ে সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তারিকুল ইসলাম বলেন, ১৬ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। এখন আর সেই রাজনীতির সুযোগ নেই। নতুন সময়ে সবার ঐক্য নিয়ে আমরা এই অপরাজনীতি রুখে দেব। সম্প্রীতি থাকলে কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির ও অন্তর্ভুক্তিমূলক। যেখানে ধর্মীয় পরিচয় থাকবে না। একটাই পরিচয় হবে, আমরা সবাই বাংলাদেশি।
এ উৎসবে সব ধর্মের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক। জাতীয় যুবশক্তি এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের আহ্বায়ক।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.