Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ১৭০ পূজা মন্ডপে নিরাপত্তায় ১০৪৬ আনসার ও ভিডিপি

মৌলভীবাজার প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৭০টি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১,০৪৬ জন আনসার ও ভিডিপি সদস্য। সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি মাঠপর্যায়ে তাদের কার্যক্রম মনিটরিং করছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা রুনা চৌধুরী।

তিনি জানান, “শ্রীমঙ্গল উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আমি নিজে প্রতিদিন রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের আনসার সদস্যরা দায়িত্ব পালনে বিন্দুমাত্র গাফিলতি করছেন না।”

এদিকে পূজা মন্ডপগুলোতে দর্শনার্থীদের শৃঙ্খলা রক্ষায় সারিবদ্ধভাবে প্রবেশের ব্যবস্থা, যানজট নিরসনে রাস্তা নিয়ন্ত্রণসহ ট্রাফিক ব্যবস্থাপনায়ও অবদান রাখছেন আনসার সদস্যরা। তাদের নিষ্ঠাবান দায়িত্ব পালন ইতিমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।