একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে তিনি প্রথমে পৌর শহরের উত্তর নতুন পাড়া সর্বজনীন পূজা মণ্ডপ এবং সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এই পরিদর্শনের মাধ্যমে তিনি পূজার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইন (ডিএসবি) ডিআইজির সহধর্মিণী, পুলিশ সুপারের সহধর্মিণী সহ পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি মণ্ডপে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক) সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। পূজার সঙ্গে যুক্ত কমিটি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ও আলোচনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।
তিনি আশ্বস্ত করেন যে, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পুলিশ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।