নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে ইমাম হোসেন (৩৪) নামে এক ফ্রিজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে সাহেদ ডাক্তার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন উপজেলার চরজুবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. বোরহানের ছেলে। তিনি পেশায় ফ্রিজ মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, ইমাম হোসেন স্থানীয় আটকপালিয়া বাজারে সাহেদ ডাক্তারের ভাড়াটিয়া শান্তর ফ্রিজ মেরামত করতে যান। এসময় ফ্রিজের বৈদ্যুতিক সংযোগে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।