বরিশাল(বরিশাল)প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পূর্ব মানিককাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের মুরগির খামারে প্রবেশ করলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফারুক দুই ছেলের জনক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুকে ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও শোকাভিভূত পরিবেশ বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।