গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সাংবাদিক নির্যাতন বন্ধ করো,স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো এই শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক খোলাকাগজ পত্রিকা এবং সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালের গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দেয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় একটি সাংবাদিক সংগঠন।
গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে বুধবার সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানবন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ গৌরনদী সাংবাদিক ফোরামের আহবায়ক সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, যুগ্ন-আহবায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ন-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, যুগ্ন-সদস্য সচিব আবদুল্লাহ আল- নোমান, সাংবাদিক সুমন তালুকদার, মাসুদ সরদার, জসীম উদ্দিন হাওলাদার, রুহুল আমিন, সিফাত হোসেন প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.