Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার গুমারদহ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে কালাম হোসেন সখিদার (৩৪) , নওগাঁ শহরের পার-নওগাঁর মৃত প্রভাত কুমারের ছেলে কাজল কুমার (৪০) ও বলিরঘাট উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রিমন মিয়া (১৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী জেলা শহরের দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ২১ হাজার ৮শ’ ৭০ টাকা ও ৪টি মোবাইল ফোনসহ মূল মাদক কারবারি দুইজন ও তাদের সহযোগী একজন শিশুসহ মোট ৩ জনকে আটক করেন। পরবর্তীতে জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো জব্দ করা হয়েছে। এসময় ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মুক্ত দেশ গড়তে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।