জবি প্রতিনিধি
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট সংলগ্ন এলাকার ফুটপাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজুল আলম। তিনি নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর সংলগ্ন এই ফুটপাত পরিস্কার করে কয়েকটি জনসচেতনতামূলক পোস্টার লাগিয়ে দিয়েছেন।
মঙ্গলবার রাতে নিজ খরচে দুইজন সহকারী নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা মিনহাজুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি। আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় গেইট সংলগ্ন এই স্থানটি প্রতিনিয়ত নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে থাকে। পথচারীরা এখানে প্রস্রাব করে, ফলে দুর্গন্ধ ছড়ায়। যার কারণে শিক্ষার্থীরা এ পথ দিয়ে হাঁটাচলা করতে পারে না। তাই আমি দুজন লোক নিয়ে স্থানটি ভালোভাবে পরিষ্কার করে কিছু জনসচেতনামূলক পোস্টার লাগিয়ে দিয়েছি। যাতে ভবিষ্যতে কেউ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নোংরা না করে।
তিনি আরও বলেন, তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং গবেষণানির্ভর। সেই আলোকে ক্যাম্পাসের এই স্থানটিতে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.