গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল ষ্টেশন এলাকায় আয়োজিত অবৈধমেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান এবং থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মেলা স্হলে গিয়ে সংশ্লিষ্টদের মেলা বন্ধের আদেশ দেন।
বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে এখানে মেলার আয়োজন করে আসছিলেন স্হানীয়রা।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে দেশে এবার কোথায় মেলা বসতে পারবেনা। সে নিরা্দেশনার প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মেলা বন্ধ করা হয়েছে।
এলাকার কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা জানান, এ বছর দৌলতদিয়া রেলষ্টেশন এলাকায় আয়োজিত মেলায় ৩৫ টি দোকান বসেছিল। মেলায় বেচা-কেনাও বেশ জমে উঠেছিল। মেলাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। কিন্তু শেষ মূহুর্তে এসে মেলা বন্ধ করে দেয়ায় সবার মাঝে অসন্তোষ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.