দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে এক কিশোর চোরকে মারধরের অভিযোগে দোকান মালিক জলিল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জলিল সিকদারের দোকানে চুরি করতে গিয়ে ১৪ বছর বয়সী রমজান হাতেনাতে ধরা পড়ে। সে সময় জনতার হাতে মার খায় ওই কিশোর। ঘটনার পর দোকান মালিক জলিল সিকদার নিজেই বাদী হয়ে রমজানের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করলে কিশোরটিকে আদালতে পাঠানো হয়।
তবে ঘটনার দুই দিন পর মোড় নেয় পরিস্থিতি। মারধরের শিকার কিশোর রমজানের বাবা বশির মল্লিক, দোকান মালিক জলিল সিকদার এবং তার দুই স্ত্রী, ভাগিনা ও চুরির মামলার সাক্ষী সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ গণপিটুনির এই ঘটনায় জলিল সিকদারকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, গণপিটুনির ঘটনায় জলিল সিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দোকান মালিক জলিল সিকদারের এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, যিনি চুরির শিকার হয়েছেন, উল্টো তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ায় ন্যায়বিচার নিয়ে প্রশ্ন উঠেছে।