Nabadhara
ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালী জেলা শহরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের অন্তত ১০টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় নেতৃবৃন্দকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর বিশ্বনাথ। এ সময় পূজার শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে নোয়াখালী সদর ও সুবর্ণচর এলাকার সাবেক সংসদ সদস্য মোঃ শাহজাহানের পক্ষ থেকে পূজার শুভেচ্ছা জানান এবং বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের সহাবস্থান ও উৎসবের নিরাপত্তায় বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমাদের দল সবসময় পাশে রয়েছে।”

তিনি আরও আহ্বান জানান, দলের সকল নেতা-কর্মীরা যেন হিন্দু সম্প্রদায়ের পূজা আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহায়তা করেন।

এ সময় পরিদর্শন দলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সলিমুল্লাহ বাহার হিরন, আবু নাসের, জাসাস জেলা সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, দেলোয়ার হোসেন, ভিপি জসিম, অ্যাডভোকেট দিদার, জিএস দুলাল, নুরুল আমিন খান, সাবের আহাম্মদ, আবু জাহের হারুন, স্বপন, ওয়াসিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।