ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (১ অক্টোবর) সন্ধায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজুর নির্দেশে বুধবার বিকেলে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি রেজাউন নবী তালুকদার, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সাধারন সম্পাদক মো.ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বাদল, ইউনিয়ন যুব দলের সাধারন সম্পাদক মো. মুকুল হোসেন প্রমুখ। তারা আত্রাইয়ের বান্দাইখাড়া সার্বজনিন পূজা মণ্ডপ, হাটকালুপাড়া পূজা মণ্ডপ, বড় শিমলা পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ ও সহাবস্থান এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে তোলে। আমাদের বিএনপির এই উদ্যোগ সম্প্রীতির এই অটুট বন্ধনকে আরও মজবুত করবে।
উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, আমাদের দল বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অটল অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করেই আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং তাদের সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শরিক হই। আমাদের এই কার্যক্রম এই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.