শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে আজ বৃহস্পতিবার মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে বিদায়ের সুর। দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
গত ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠান। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পূজা শেষে আজ বিজয়া দশমী। এই দিনটির প্রধান আচার হলো বিসর্জন। তিন দিন আগে যে ঘট স্থাপন করা হয়েছিল, সেই ঘট নাড়িয়ে পুরোহিতেরা পূজা শেষ করেন। অশুভ শক্তির পরাজয়ে শুভ শক্তির জয়ের ধারা প্রতিফলিত হয় প্রতিমা বিসর্জনের মাধ্যমে।
এর সঙ্গে সামাজিকভাবে যুক্ত হয়েছে কিছু রীতি। এর মধ্যে অন্যতম হলো সিঁদুর খেলা, যার মাধ্যমে বিবাহিতা মহিলারা দেবী দুর্গার সঙ্গে নিজেদের আরও একবার একাত্ম করে নেন। আজ বিকেল থেকে প্রতিটি মন্দিরে বিবাহিতা মহিলারা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে বিদায় জানাবেন।
দেবী দুর্গা এবার গজে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.