ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সরকার আগামী জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “আমরা জনগণের রায় মেনে ম্যান্ডেটপ্রাপ্ত দলের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবো। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।”
বুধবার (১ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মডেল মসজিদ পরিদর্শনকালে তিনি জানান, সরাইল মডেল মসজিদ নির্মাণে ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরীসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় সরাইল উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা জামায়াতের আমির এনাম খান, মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
উপদেষ্টা সরাইলে পৌঁছালে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি সরাইলের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও জানান, সরাইল মডেল মসজিদে মাগরিবের নামাজ আদায়ের ইচ্ছা থাকলেও যানজটের কারণে সময়মতো পৌঁছাতে পারেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.