জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুগন্ধা পরিবহনের একটি বাস সিলোনীয়া বাজারে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি প্রথমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যান ও একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে উল্টে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা এবং বাসের যাত্রীসহ কয়েকজন মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে আহতদের ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—দাগনভূঞার খুশিপুর এলাকার শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের মো. শ্রাবণ।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জয়লস্করের জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার আব্দুল্লাহ ও খোদেজা বেগমসহ অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় সহায়তা করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।