সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শিক্ষাজীবনের দীর্ঘ সাধনা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাবুগঞ্জে সংবর্ধিত হলেন ১৯ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক। বাবুগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মো. শাহে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেছা শিরিন। বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং টিচার্স ক্লাবের নবনির্মিত ভবন নির্মাণের অর্থদাতা আবুল কালাম আজাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম আ. হালিম, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস এম শফিউল্লাহ, বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক ও পিএইচডি ফেলো মো. কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ও ফরিদগঞ্জ ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আনোয়ার হোসেন বিশ্বাস, কেদারপুর সোনারবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক এইচএম শাহজাহান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ টিচার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল রহিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই আবুল কালাম আজাদ নবনির্মিত বাবুগঞ্জ টিচার্স ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বক্তারা বলেন,শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। যারা সারাজীবন শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই আয়োজন বাবুগঞ্জের শিক্ষার ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.