নোয়াখালী প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালী জেলার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় এগিয়ে এসেছে নোয়াখালী জেলা ছাত্রদল। মণ্ডপে পাহারা দেওয়ার পাশাপাশি তারা যানবাহন নিয়ন্ত্রণসহ শৃঙ্খলা বজায় রাখার কাজও করছে।
জেলা শহর মাইজদীর একাধিক পূজা মণ্ডপে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রদল নেতা মোঃ রাসেল। যানজট নিরসনে তারা স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণেও ভূমিকা রাখছেন।
পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা জানান, ছাত্রদলের এই উদ্যোগে ভক্তরা নির্ভয়ে পূজায় অংশ নিতে পারছেন। সাধারণ দর্শনার্থীরাও তাদের এই সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেছেন।
জেলা ছাত্রদল নেতা মোঃ রাসেল বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবকে ঘিরে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। মণ্ডপে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই লক্ষ্যেই আমরা পাহারা দিচ্ছি এবং যানবাহন নিয়ন্ত্রণ করছি।”
সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে ছাত্রদলের এই উদ্যোগ ইতোমধ্যে নোয়াখালীর স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.