ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এস.এম. রেজাউল ইসলাম রেজু গতকাল বুধবার (১ অক্টোবর)
সন্ধায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং শুভেচ্ছা বিনিময় করতে উপজেলার প্রায় সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এবং তিনি উপস্থিত সবার সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় রেজু তার বক্তব্যে বলেন, আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে উঠুক, তিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রতি হচ্ছে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রের মূল ভিত্তি, বাংলাদেশে সব ধর্মের মানুষই তাদের উৎসব স্বাধীনভাবে ও নিরাপদে পালন করতে পারবে এটাই আমাদের কাম্য, আমাদের রাজনীতি কখনোই ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করবে না, বরং সকলকে একসাথে নিয়ে এগিয়ে নেয়াই হবে আমাদের লক্ষ্য।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. ফারুক বকস, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান মো. সম্রাট হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.