মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. শফিকুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম কুট্টাপাড়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এ শোকসভার আয়োজন করে মসজিদ কমিটি।
সভায় সভাপতিত্ব করেন অহিদ উল্লাহ খন্দকার। বয়ান পেশ করেন মাওলানা খলিল উল্লাহ খন্দকার ও মাওলানা আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার তারিক আহমদ।
শোকসভায় আরও বক্তব্য রাখেন—এডভোকেট আব্দুর রাশেদ, মাওলানা আলমগীর, সহিদুল ইসলাম সোহেল, আতিক উল্লাহ খন্দকার, নুরুল করিম ও স্বপন মিয়া।
সাংবাদিক শফিকুর রহমানের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরাজ মিয়া ও ফাহাদ বিন আসাদ।
সভায় বক্তারা বলেন,“সাংবাদিক শফিকুর রহমান ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজসচেতন মানুষ। তার লেখনীর মাধ্যমে তিনি সমাজের অনেক অনিয়ম-দুর্নীতি তুলে ধরেছেন। তার মৃত্যুতে সরাইলবাসী একজন অভিজ্ঞ ও নির্ভীক সংবাদকর্মীকে হারাল।”
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের হাজী আজদু মিয়ার দ্বিতীয় সন্তান ছিলেন।
শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.