সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
নবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রকৃত উত্তর সূরী হবেন হক্কানী আলেম ওলামা।আর আপনারা হবেন সেই হক্কানী আলেম ওলামা বলে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম।
বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা ও দোয়া মাহফিলে
জেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক
ইঞ্জি: এ.টি.এম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, বিএনপি’র সদস্য সচিব মোঃ মোজাফফর রহমান আলম, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উম্মুখ হয়ে আছে। কিন্তু জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।।