স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মধুমতি নদীর দু’পাড়ে হাজার হাজার উৎসব মুখর মানুষের ঢল। বৃহস্পতিবার (২অক্টোবর)বিকালে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজার সংলগ্ন মধুমতি নদীতে এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য কামাল শেখ, সাধারণ সম্পাদক তুহিন শিকদার।
প্রধান অতিথি বলেন,নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়,এটি আমাদের শেকড়,সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
শালনগর ইউপির সাবেক চেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন,নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেন। দুপুরের মধ্যে মধুমতি নদীর দু’পাড়ে দর্শনার্থীতে ভরে যায়। গ্রাম বাংলার জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা শিশু,নারী-পুরুষসহ সব শ্রেণির দর্শনার্থীদের মুগ্ধ করে। শিশু দর্শনার্থী আবদুল্লাহ-আল মারজান,আবদুল্লাহ-আল তাফসির জানায়,এবারই প্রথম কোনো নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলাম। অনেক মজা পেয়েছি। এর আগে কোনো প্রতিযোগিতা দেখে এত আনন্দ পায়নি।
প্রতিযোগিতায় নড়াইলসহ পাশর্^বর্তি বিভিন্ন জেলা থেকে ৪টি নৌকা অংশ নেয়। প্রতিটি দলে ৩০-৪০ জন মাঝি সমম্বিলতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করেন। নৌকা বাইচের সাথে গ্রামীণ মেলার আয়োজনও ছিল।মেলায় হাওয়াই মিঠা,মাটির তৈরি পুতুল,খেলনার দোকান, পিঠা-পুলি, বাঁশি ও ঢোলের সুর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.