রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিরামপুর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ।
মহানবমীর রাতে, বুধবার ঐতিহ্যবাহী মশিয়াহাটী সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি পূজার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা বজায় রাখার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। বিএনপি সবসময় এই সম্প্রীতির পক্ষে কাজ করেছে এবং করে যাবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু দেবাশীষ দাস, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সন্তোষ স্বর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা অলোক দে, ঢাকা জজ কোর্টের পিপি শামসুজ্জামান দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে নেতৃবৃন্দ কুলটিয়া, হরিদাসকাটি ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন। নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখায় আয়োজকদের প্রশংসা করেন।