যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কঙ্কালটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৯ মাস আগে কুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে পরিবার তার ফেরার আশা ছেড়ে দেয়।
বুধবার বিকেলে গ্রামের এক ব্যক্তি বাওড়ে ঠেলা জাল ফেলতে গিয়ে পানির নিচ থেকে কঙ্কাল দেখতে পান। পরে গ্রামবাসী ছুটে এসে জামাকাপড় দেখে এটি নিখোঁজ হওয়া আব্দুর রাজ্জাকের কঙ্কাল হিসেবে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে থানায় নেয়।
আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন জানান, তার বাবা নিখোঁজ হওয়ার দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কঙ্কালের শরীরে থাকা পোশাক দেখে তারা নিশ্চিত হয়েছেন এটি তার বাবারই কঙ্কাল।
স্থানীয়দের ধারণা, আব্দুর রাজ্জাক কৃষিকাজের পাশাপাশি ভারত থেকে মালপত্র আনাসহ জন হিসেবে কাজ করতেন। সম্ভবত ভারতে যাওয়ার পথে বা ফেরার সময় তাকে হত্যা করে বাওড়ে ফেলে দেওয়া হয়। সম্প্রতি টানা বৃষ্টিতে পানির স্তর নেমে যাওয়ায় কঙ্কালটি ভেসে ওঠে।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কঙ্কাল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”