মোঃমিজানুর রহমান কালকিনি -ডাসার,(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মেজর রেজাউল করিম (অব.) নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছেন। বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী সমবেত হন তার কর্মসূচিতে।
বক্তব্যে মেজর রেজাউল করিম (অব.) বলেন, “আমি মাদারীপুর-৩ আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতিতে এসেছি। আমার লক্ষ্য হলো এ আসনকে সহিংসতামুক্ত করা। কোনো মানুষ যেন মিথ্যা মামলার শিকার না হয়— তা নিশ্চিত করা হবে। এলাকায় চাঁদাবাজি কিংবা মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এ অঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তবে দল যদি আমাকে মনোনয়ন না-ও দেয়, তারপরও আমি মাদারীপুর-৩ আসনের মানুষের পাশে থেকে কাজ করে যাবো।”
সভায় তিনি রাজনৈতিক সহনশীলতার দিকও তুলে ধরেন। তার ভাষায়, “আমি প্রতিপক্ষ কাউকে শত্রু মনে করি না। এখানে আগের মতো হানাহানি রাজনীতি চাই না। যারাই মনোনয়ন পাবেন, আমি তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
পথসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। বৃষ্টির মধ্যেও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মেজর রেজাউল করিম (অব.) মাদারীপুর-৩ আসনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.