Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে এক কিশোর নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে ডুবে রনি (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে খুঁজে পায়নি।

নিহত রনি পার্শ্ববর্তী মান্দা থানার বানডুবি গ্রামের রঞ্জিতের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে প্রতিমা বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে নৌকা নিয়ে বানডুবি থেকে মহাদেবপুর আসে। এ সময় মহাদেবপুর উপজেলার সদরের পাশাপাশি দুই বিজয়ের মাঝখানে এসে একপর্যায়ে নদীর পানিতে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পাওয়ায় মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তারা নদী থেকে উঠে আসে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, মহাদেবপুরের ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজাখুঁজি করে না পাওয়ায় নদী থেকে উঠে এসেছে। আগামীকাল রাজশাহী থেকে ডুবুরি দল এলে আবারও সন্ধান চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।