মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, হাতুড়ি, চাকু ও চারটি লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে ধামরাই থানার এসআই (নিঃ) এসএম কাওসার সুলতান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। ধামরাই থানাধীন বাথুলী এলাকায় হেলদি আটা-ময়দা-সুজি মিলের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবস্থানকালে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
এ সময় জব্দ করা প্রাইভেটকারটি ছিল তাদের মূল বাহন, যেটি ব্যবহার করে তারা বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি কার্যক্রম চালাতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, মহাসড়কে সুযোগ বুঝে গাড়ি থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।
পুলিশ জানায়, এ চক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটতো, তবে এবার বড় চক্র ধরা পড়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।