কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে সমাজসেবামূলক কাজে নজর কাড়ছেন উপজেলা বিএনপির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামান হোসেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ছয়সূতী বাসস্ট্যান্ড বাজার এলাকায় ড্রেন ও রাস্তা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও পানিনিষ্কাশন সমস্যার সমাধান হওয়ায় বাজারের ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা স্বস্তি পেয়েছেন।
প্রতি সপ্তাহে এখানে মহিলাদের বিশেষ “বউ বাজার” বসে। এছাড়া এটি একটি নিয়মিত বাজার ও বাসস্ট্যান্ড হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য ড্রেন পরিষ্কার কার্যক্রম বড় স্বস্তি এনে দিয়েছে।
এ ছাড়াও সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে জামান হোসেন এ বছরও তিন শতাধিক তালের বীজ রোপণ করেছেন। এর আগে একাধিকবার তিনি এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছিলেন। স্থানীয়রা জানান, প্রাকৃতিক দুর্যোগে তালের গাছ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই উদ্যোগকে তারা ভবিষ্যতনির্ভর মহৎ কাজ হিসেবে দেখছেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন ছয়সূতী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি লিটন মিয়া, ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক কিরন খান, ছাত্রদল নেতা মো. শাহিনসহ নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জামান হোসেনের নিয়মিত সম্পৃক্ততা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.