রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও রাজনীতির মাঠে জোরালোভাবে ফিরে এসেছে যুবদল। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনটি যেন নতুন প্রাণে জেগে উঠছে। এই পরিবর্তনের মূল স্থপতি হিসেবে উঠে এসেছেন খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েত। তাঁর প্রত্যক্ষ নেতৃত্ব ও মাঠপর্যায়ের তৎপরতায় তেরখাদায় তৈরি হয়েছে এক উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।
আগামী ৫ অক্টোবর তেরখাদা সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবদলের এক বিশাল সমাবেশ। এ সমাবেশকে ঘিরে স্থানীয় যুবদল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্দীপনা ও আগ্রহ। সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা। সবমিলিয়ে এটি হতে যাচ্ছে তেরখাদায় যুবদলের সর্ববৃহৎ রাজনৈতিক জমায়েত।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছেন ইবাদুল হক রুবায়েত। প্রস্তুতিমূলক সভা, সাংগঠনিক মতবিনিময় ও কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের একতাবদ্ধ করছেন তিনি। তার এই নিরলস প্রচেষ্টায় অনেক পুরনো বিরোধ ভুলে দলীয় ঐক্যের নতুন বার্তা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মধ্যে।
ইবাদুল হক রুবায়েত জানিয়েছেন, যুবদলের এই সমাবেশে ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা করছেন তিনি। মাঠপর্যায়ে কাজ করে যাওয়া নেতাকর্মীরা আশাবাদী, এবারের সমাবেশ শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়—বরং এটি হবে সংগঠনের জন্য একটি শক্তিশালী পুনর্জাগরণ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইবাদুল হক রুবায়েতের পরিকল্পিত নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে তার সরাসরি যোগাযোগই এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। তার নেতৃত্বে যুবদল আবারও সাংগঠনিক ছন্দে ফিরছে এবং রাজনৈতিক মাঠে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে।
তেরখাদায় যুবদলের সমাবেশ ঘিরে যে ধরনের প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তা স্থানীয় রাজনীতিতে এক নতুন আবহ তৈরি করেছে। দীর্ঘদিন পর সংগঠনটি যেভাবে মাঠে সক্রিয় হয়েছে, তা আগামীর রাজনীতিতে তাদের ভূমিকা বাড়িয়ে দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.