আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
গাজায় মানবিক সাহায্য বহনকারী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
এতে অংশ নেন সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব পুবাইল মাহিন সাদি,আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লি রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্বর ইসরায়েল দীর্ঘদিন ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে। ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে গাজায়। সেখানে তীব্র চিকিৎসা ও খাদ্য সংকট চলছে। অনাহারে মানুষ মারা যাচ্ছে। প্রতিদিন শতশত শিশু না খেয়ে মারা যাচ্ছে।
তাদের জন্য নিয়ে আসা মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। নৌবহরে থাকা পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে খুনি ইসরাইল বাহিনী।
বক্তারা এহামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ইসরায়েলের বর্বরোচিত এই হামলা শুধু মানবতার বিরুদ্ধে নয়, এটি বিশ্ব শান্তির জন্যও হুমকি। সাতক্ষীরার মানুষ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের জন্য নিয়ে আসা মানবিক সাহায্য ইসরাইল বন্ধ করে দিয়েছে। এনিয়ে বিশ্বের অনেক দেশে আন্দোলন শুরু হলেও মুসলিম দেশগুলো চুপ করে রয়েছে। তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আরাফাত হোসাইন বলেন, প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হয়ে গাঁজা অভিমুখে লংমার্চ করবো।
এরপর সমাবেশে ফিলিস্তিনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.