নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল উপজেলার সিংরইল থেকে জামতলা সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। ফলে নান্দাইল সদরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছিল এলাকাবাসী। অবশেষে স্থানীয় কিছু উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবী শুক্রবার (৩ অক্টোবর) নিজ উদ্যোগে রাস্তার গর্তে ইট ও খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।
সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দেন বইপড়া আন্দোলন নান্দাইল সংগঠনের সম্পাদক ফাইজুল ইসলাম। তিনি বলেন, “বৃষ্টির পানির কারণে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। প্রতিদিন হাজারো মানুষ এই শর্টকাট সড়ক ব্যবহার করেন নান্দাইল থেকে কিশোরগঞ্জ সদরে যেতে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় ভোগান্তি চরমে পৌঁছে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নেই।”
স্থানীয় স্বেচ্ছাসেবী আশিকুর রহমান রাসেল বলেন, “প্রতিটি মানুষ যদি নিজ নিজ বাড়ির সামনের রাস্তায় জমে থাকা পানি অপসারণ করে, তাহলে বর্ষায় রাস্তাঘাট অনেক কম ক্ষতিগ্রস্ত হবে।”
এই উদ্যোগে অংশ নেওয়া কনটেন্ট ক্রিয়েটর রাজিব বলেন, “নিজ এলাকার রাস্তাগুলোর যত্ন নিতে হবে আমাদেরই। পানি জমে থাকলে রাস্তা নষ্ট হয়। সবাই মিলে সচেতন হলে রাস্তার স্থায়িত্ব বাড়ানো সম্ভব।”
উক্ত সড়ক সংস্কার কাজে আরও অংশ নেন আশিক মাহমুদ, জসিম, রাসেল, একলাছ, জিহাদ, রফিক, আকিব, রাজিব, ইয়াসিন, রাকিব, নজরুল ইসলাম, জিসানসহ এলাকার আরও অনেক স্বেচ্ছাসেবী তরুণ।
স্থানীয়ভাবে এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী মনে করছেন, যদি সরকারি উদ্যোগের পাশাপাশি এ রকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ে, তাহলে অনেক সমস্যারই সহজ সমাধান সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.