কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী বহরে হামলা এবং ত্রাণকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে কালাই আন-নাজাত ফাউন্ডেশন এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে নেতৃত্ব দেন কালাই আহলে হাদিস জামে মসজিদ কমপ্লেক্সের খতিব ও হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক সেলিম রেজা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক মুসল্লি ও সচেতন নাগরিক।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, "ফিলিস্তিনে মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী বহরে হামলা ও নিরীহ মানুষদের গ্রেফতার আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।"
এ সময় বক্তব্য রাখেন,শায়েখ মোহাম্মদ মামুনুর রশীদ, খতিব, কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র,মো. শামিম হোসেন, খতিব, হারুঞ্জা জামে মসজিদ,মো. তাইফুল ইসলাম ফিতা, অধ্যক্ষ, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ,মো. আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি
সহ আরও অনেকে।
বক্তারা মানবতার পক্ষে সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও জনগণের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.