হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মার্সেল ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সার্বিক সহযোগিতায় শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সদস্য ও শার্শা থানা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন ও আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, এবং শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুর ইসলাম তহিদ।
উদ্বোধনী দিনে মাঠে উপচে পড়া দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ দেখা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মাসুদুল আলম বলেন,
“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়— এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে গড়ে তোলে শৃঙ্খলিত, সুস্থ এবং দেশপ্রেমিক নাগরিক। আজকের এই টুর্নামেন্ট আমাদের তরুণদের ঐক্যবদ্ধ করবে, তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আত্মবিশ্বাস বাড়াবে। জয়-পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়ি মনোভাব ও শৃঙ্খলা।”
তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনের আহ্বান জানান।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে মোট ১৬টি স্থানীয় দল অংশ নিচ্ছে। খেলাগুলো নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শেষে বিজয়ী দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে এবং ফাইনাল ম্যাচে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.