শারমিন সুলতানা,নরসিংদী প্রতিনিধি
‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানে নরসিংদীর রায়পুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রায়পুরা ম্যারাথন ২০২৫। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৭০০ দৌড়বিদ অংশ নেন।
এই প্রতিযোগিতার ১০ কিলোমিটার দৌড় বিভাগে ফার্স্ট রানারআপ হয়ে চমক সৃষ্টি করেছে মাত্র ১০ বছর বয়সী দৌড়বিদ রুবাইয়া ইসলাম রোদিয়া, যার বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজারে। সে স্থানীয় জনতা আদর্শ বিদ্যাপীঠের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ফিনিশারকে সম্মাননা পদক প্রদান করা হয় এবং চারটি ক্যাটাগরির বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং এক্সসাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, ওয়াটসন গ্রুপের পরিচালক আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এবং রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
রোদিয়ার বাবা রোমান হোসেন ভূঁইয়া ও মা জানান, “মাত্র ১০ বছর বয়সেই রোদিয়া যেভাবে বড়দের সঙ্গে সমানতালে দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, তাতে আমরা আশা করি একদিন সে আন্তর্জাতিক পর্যায়েও অংশ নেবে এবং পলাশ উপজেলার গর্ব হবে।”
তারা আরও জানান, ২০২৪ সালের জুলাইয়ে অভ্যূথান প্রতিকী ম্যারাথনে মহিলা বিভাগে নরসিংদী জেলা চ্যাম্পিয়ন হয় রোদিয়া। এছাড়া গত ৭ মাসে অনুষ্ঠিত বিভিন্ন দূরত্বের (২, ৫ ও ৭.৫ কিমি) ৮টি দৌড় প্রতিযোগিতার মধ্যে ৬টিতে পোডিয়াম ফিনিশ করে, যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নশিপ।
রায়পুরা ম্যারাথনে রোদিয়ার এই অসাধারণ সাফল্য তাকে দেশের উদীয়মান ক্রীড়াবিদদের কাতারে নিয়ে এসেছে।