রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর)
সাংবাদিকরা যদি সততার সাথে দায়িত্ব পালন করেন, তাহলে ৭২ ঘণ্টার মধ্যেই দেশের ৫০ শতাংশ অপরাধ নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। তিনি বলেন, “আমরা যদি সততার সাথে কলম চালাই, তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অতীতে বাংলাদেশের বহু সমস্যার সমাধান মিডিয়ার কারণেই সম্ভব হয়েছে।”
শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় যশোরের মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান এবং সঞ্চালনা করেন মোতাহার হোসেন।
আইয়ুব ভূঁইয়া আরও বলেন, “মিডিয়ার দায়িত্বশীলতাই এখন সবচেয়ে জরুরি বিষয়। আমি চাই জাতীয় প্রেসক্লাব শুধু ঢাকার নয়, বরং বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের প্রেসক্লাবে রূপান্তরিত হোক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত সাংবাদিক এস.এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, “ঢাকাকেন্দ্রিক সাংবাদিকদের তুলনায় মফস্বলের সাংবাদিকরা অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে কাজ করেন। তারা একাধারে রিপোর্টার, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেন।”
আরেক বিশেষ অতিথি কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম বলেন, “মনিরামপুর প্রেসক্লাবের পরিবেশ অন্য অনেক প্রেসক্লাবের চেয়ে আলাদা। এখানে ৮০ শতাংশ সাংবাদিকই শিক্ষক, যা অত্যন্ত প্রশংসনীয়। প্রেসক্লাবের যেমন নিজস্ব ভবন রয়েছে, তেমনি সাংবাদিকদের মানও অনেক উন্নত।”
সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আজম এবং গীতা পাঠ করেন অশোক কুমার বিশ্বাস।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিনুর রহমান পান্না, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, জি.এম ফারুক আলম, আসাদুজ্জামান রয়েল, বাবুল আক্তার, হুসাইন নজরুল হক, মিজানুর রহমান, শফিয়ান রহমান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.