Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কাটার সংবাদ প্রকাশের জেরধরে বরিশালের গৌরনদীতে মিজান সরদার নামের এক সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এঘটনার স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে ঘটনার সঙ্গে জড়িত বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ৪ জন সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগি সাংবাদিক বাংলাদেশের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম মিজান অভিযোগ করে বলেন, রাতের আধাঁরে সরকারি জায়গার গাছ কেটে সমালোচনার মুখে স্বেচ্ছাসেবক দলের গৌরনদী শাখার যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম রোকনকে কারন দর্শানোর নোটিশ দেয় জেলা স্বেচ্ছাসেবক দল।

এনিয়ে গত ১৫ সেপ্টেম্বর “সরকারী গাছ কেটে তদন্তের মুখে স্বেচ্ছাসেবক দল নেতা” শিরোনামে বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে রোকনকে বহিস্কার করে দল। এরপর থেকেই রোকন ও তার সহযোগিরা আমার ওপর ক্ষিপ্ত ছিলো।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত দশটার দিকে টরকী চৌরাস্তায় বসে আমার বন্ধু টরকী বন্দরের ব্যবসায়ীকে নিয়ে চা পান করছিলাম। এরইমধ্যে বহিস্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা রোকন ও তার সহযোগিরা এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই কিভাবে এলাকায় থাকিস এবং কিভাবে নিউজ লেখিছ তা দেখে নেবো বলেই আমার ওপর হামলা চালায়। এসময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে রক্ষা করে। পরবর্তীতে হামলাকারীরা আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

যাওয়ার আগে তারা আমার ম্যানিব্যাগ সহ সাড়ে দশ হাজার টাকা ও ব্যাংকের ভিসা কার্ড নিয়ে গেছে। পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সফিকুল ইসলাম রোকন বলেন, হামলা কিংবা কোন হুমকির ঘটনা ঘটেনি। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মিজান সরদার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনাম ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।