Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ভিমরুলের কামড়ে খাদেমের মৃত্যু

ফেনী প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ভিমরুলের কামড়ে আবদুল মান্নান (৬০) নামে এক খাদেমের মৃত্যু হয়েছে। তিনি সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের ডাল ব্যাপারী বাড়ির বাসিন্দা ও সোনাগাজী মডেল থানা জামে মসজিদের খাদেম ছিলেন।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে পৌর এলাকার পানি উন্নয়ন বোর্ডের কলোনীতে একটি নারিকেল গাছের শুকনা পাতা ছেঁড়ার সময় ভিমরুলের আক্রমণে মারাত্মক আহত হন আবদুল মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

সোনাগাজী মডেল থানা জামে মসজিদের সেক্রেটারি শাহাদাৎ হোসেন কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।