মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নবীন ও প্রবীণ সদস্যদের নিয়ে সদস্য পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পৌরসভার ইসলামপাড়ায় ৪নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় এবং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির মিলন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান ও মোঃ হারুন অর রশীদ তুহিন, পৌর প্রচার সম্পাদক মোঃ আসলাম হোসেন, পৌর বিএনপির সদস্য মোঃ মঈনুদ্দীন কেকু এবং সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাফফর রহমান।
সভায় বক্তারা বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। জনসমর্থন আদায়ে নতুন প্রজন্মকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে ৪নং ওয়ার্ড বিএনপির নতুন ও পুরাতন সদস্যদের মিষ্টিমুখ করানো হয়। আনন্দঘন পরিবেশে সমাপ্ত এ সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর-৬ আসনে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর শপথ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.