আনিস সুমন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত উপজেলা অনলাইন নিউজ ক্লাবের নিজস্ব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোট ও মতামতের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মারুফ হোসেন মিলন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মোমিনুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক বশীর উদ্দীন সাজু ও এম. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জিএম ওয়ালীউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, প্রচার ও আইটি সম্পাদক এবিএম কাইয়ুম রাজ, দপ্তর সম্পাদক আবু জাফর ছিদ্দীক, কার্যকরী সদস্য গাজী নুরুল আমিন নির্বাচিত হয়েছেন।
উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু কওছার, সাংবাদিক হুসাইন বিন আফতাব। নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনলাইন নিউজ ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
সমগ্র নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করেন মোঃ বিলাল হোসেন।