সাকিব হাসান, গলাচিপা,(পটুয়াখালী) প্রতিনিধি
মা ইলিশ রক্ষায় উপকূলীও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মাধ্যরাত থেকে আগামী ২২ দিন নদীতে মাছ শিকার করতে পারবেন না জেলেরা। মাছ ধরা ও বিক্রি এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় শেষ সময়ে গলাচিপা পূর্ব মাছ বাজারে বসেছে ইলিশের মেলা। মাছ কিনতে ভিড় করছেন হাজার হাজার ক্রেতারা। মধ্যরাত পর্যন্ত চলবে এ ইলিশ বিক্রি ।
মেলায় বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে ছোট আকারের ইলিশ ৩৫০ থেকে ৫৫০ টাকা। বড় আকারের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে বিকেল থেকে প্রায় কয়েকশ মন মাছ বিক্রি হয়৷ দামের বিষয়ে ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া জানালেও বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞার সময় আসায় শেষ সময়ে কম দামেই বিক্রি হয়।
মৎস্য ব্যবসায়ী মোঃ জাকির মৃধা জানান, ইলিশের মেলাটা দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের উপজেলায় হয়ে আসছে । বছরের প্রথম অবরোধে এই মেলাটি উদযাপন করা হয়। আমরা মাইকিং করে সারা উপজেলা বাসীকে এই মেলার কথা জানিয়ে দেই। এই জন্য অনেক মাছ বিক্রি হবে। আজ বিকাল ৪ টাকা থেকে রাত ১২ টা পর্যন্ত এক কোটি টাকার মাছ বিক্রি হবে।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আমরা যারা উপকূলীয় বাসী আছি , আমাদের ইলিশ মৌসুমে আন্দের ভিন্ন মাত্র যোক হয় । সেটা হচ্ছে “ইলিশ উৎস”। বলতে পারেন ঈদের মত একটা উৎসব । ঈদে যেমন নতুন জামা কাপড় কিনে তেমন আজকে রাতে সবাই কমবেশি ইলিশ কিনবে । বছরের অন্যান্য মাসে তেমন একটা ইলিশ জেলের জালে ধরা পড়ে না। তাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকে । বর্তমান সময়টা ইলিশ বেশি থাকায় করায় ক্ষমতার মধ্যে থাকে। মধ্য রাতের পরে এই মাছ আর পরিবহনও করতে পারে না তাই দামও একটু কম থাকে ।