Nabadhara
ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গার নওয়াপাড়ায় ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া যেন শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) রাতে উৎসবের মাঠে রূপ নেয়। নওয়াপাড়া মোমোর গেটে অনুষ্ঠিত হলো ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল খেলা। দর্শকের করতালি, খেলার উত্তেজনা আর যুব সমাজের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

মাদকে যুবসমাজ ধ্বংস হয়, খেলাধুলায় জাগে শক্তি ও ঐক্য এ স্লোগানকে সামনে রেখে নওয়াপাড়ার তরুণরা আয়োজন করে এ মহা-খেলাধুলার আসর।

 

ফাইনালের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা শাখার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হেমায়েত হোসেন। তিনি বলেন,খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। নওয়াপাড়ার এই আয়োজন প্রমাণ করেছে, যুব সমাজ যদি এক হয় তবে তারা মাদক ও অশুভ শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলতে পারে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান। তিনি বলেন,আজকের এই খেলাধুলার আসর শুধু বিনোদনের জন্য নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। খেলাধুলা মানুষের মাঝে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সাহসিকতার শিক্ষা দেয়। তরুণরা যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, তবে তারা কখনোই মাদকের অন্ধকার গলিতে হারিয়ে যাবে না।

বিশেষ অতিথিদেরঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ গোলাম রসুল বিশ্বাস,ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলম মিয়া,আলফাডাঙ্গা উপজেলা জাসদের সদস্য সচিব মোঃ আল-আমীন হোসেন নাজমুল,বোয়ালমারী শেখর ইউপির সদস্য মোঃ মহাসিন শেখ,আলফাডাঙ্গা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওবায়দুর গাজী,আলফাডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন,বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মোল্লা সুমন,বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাকিব,বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন রাব্বি,বোয়ালমারী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোমিনুল ইসলাম সোহাগ।

ফাইনালে মুখোমুখি হয় ইছাপাশা হাডুডু একাদশ বনাম নওয়াপাড়া হাডুডু একাদশ। শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রতিটি মুহূর্তেই দর্শকেরা প্রাণভরে উপভোগ করেন খেলার উত্তেজনা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নির্ধারিত হয় জয়-পরাজয়। বিজয়ী নওয়াপাড়া হাডুডু একাদশও রানার্সআপ ইছাপাশা হাডুডু একাদশ দলের হাতে অতিথিরা তুলে দেন ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা।

 

অতিথিরা বলেন,মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করার অন্যতম পথ হলো খেলাধুলা। খেলাধুলা শৃঙ্খলা, সাহস ও সুস্থ প্রতিযোগিতার শিক্ষা দেয়। নওয়াপাড়ার এই আয়োজন সমাজে একটি উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।